ছোট্ট বিড়াল ছানা এখন ইউটিউব তারকা!
অনলাইন ডেস্ক: বিড়াল ছানারও হাজার হাজার ভক্ত! ভাবা য়ায়! হ্যাঁ ঠিকই শুনছেন। জাপানে মিনিরা নামক এক বছরের বিড়াল ছানা এখন ইউটিউবের নয়া তারকা। ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ইতিমধ্যেই ৮৫,০০০ ছাড়িয়েছে। টুইটার আর ইনস্টাগ্রামেও তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়।
কী এমন করল সে যে রাতারাতি তার জনপ্রিয়তা তুঙ্গে?
সম্প্রতি মিনারার মালিক নেটমাধ্যেমে কয়েকটি ছবি পোস্ট করেছেন, সেখানে ছোট্ট বিড়াল ছানার পায়ে জুতো জোড়া দেখে সবাই মুগ্ধ। মিনারার ঝরে যাওয়া লোম দিয়ে সেই জাপানি মহিলা চটি বানিয়েছেন। শুধু তাই নয়, চটিতে আবার মিনারার ছবিও বসানো রয়েছে। সেই জুতো পরে আনন্দে আত্মহারা মিনারা।
মিনারার জুতো জোড়া
একটি ছবিতে দেখা যাচ্ছে, মানুষের এক জোড়া জুতোর পাশে মিনারার জুতো রাখা। এত ছোট জুতো কী ভাবে বানালেন জাপানি মহিলা সেই হদিশও রয়েছে তার নেটমাধ্যমের ভিডিওতে। সেখানেই থামেননি মহিলা, নিজের পোষ্যের জুতো জোড়া রাখার জন্য আলাদা বাক্সেরও ব্যবস্থা করেছেন তিনি। বেশ কিছু ছবিতে ছোট্ট মিনারাকে পড়াশোনাও করতে দেখা গেছে। পোষ্যের প্রতি এত যত্ন দেখে আপ্লুত মিনারার ভক্তমহল। সূত্র: আনন্দবাজার