ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:২৭ পূর্বাহ্ন

বাঘায় পেঁয়াজের বাম্পার ফলন

  • আপডেট: Monday, April 11, 2022 - 10:06 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষক- কৃষানিরা পেয়াঁজ জমি থেকে তুলতে ও কাটা বাছাইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

রান্না-বান্নার ক্ষেত্রে মসলা হিসেবে পেঁয়াজ অন্যতম। পেঁয়াজ চাষে ব্যপক খরচ হয়। শ্রমিক, সার, কীটানশক বাদে ৭-৮ বার সেচ দিতে হয়। পদ্মার চরাঞ্চলসহ বাঘার সব এলাকাতেই চারা পেঁয়াজের ব্যাম্পার ফলন হচ্ছে।

পেঁয়াজ চাষী আকছেদ মোল্লা, টিটন বলেন, বর্তমানে পেঁয়াজ ৬০০/- টাকা মণ দরে বিক্রয় হচ্ছে। সেজন্য আমাদের পেঁয়াজ চাষে চরম লোকশান হচ্ছে। পেঁয়াজের বাজার এই রকম থাকলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে।

অন্যান্য কৃষক আব্দুল্লা মুহিম, লালচাঁদ, পিন্টু, মিলন, নাহিদ বলেন, পেঁয়াজ বিক্রয় করে খরচ মিলছে না। পেঁয়াজ বিক্রি করে যাতে উৎপাদন খরচ উঠে, এই দিক বিবেচনা করতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।