ঢাকা | মে ১২, ২০২৫ - ৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • আপডেট: Sunday, April 10, 2022 - 9:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক। টুর্নামেন্টে রাজশাহীর ১২টি স্কুল অংশ নিয়েছে।

রোববার রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী। আয়োজক কমিটির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকা মাকসুদা আলম রোজী ও প্রাইম ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী শাখা প্রধান আব্দুল হালিম।

উদ্বোধনী দিনের খেলায় রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ ৭ উইকেটে রিভারভিউ কালেক্টরেট স্কুলকে হারিয়েছে। সোমবারের খেলায় হাজী মুহাম্মদ মহসিন সরকারী স্কুল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল পরস্পরের মুখোমুখি হবে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS