ঢাকা | মে ১৮, ২০২৪ - ৭:১৯ অপরাহ্ন

জন্ম সনদ নিয়ে হয়রানি করলে ব্যবস্থা: স্থানীয় সরকারমন্ত্রী

  • আপডেট: Sunday, April 10, 2022 - 1:00 pm

অনলাইন ডেস্ক: জন্ম নিবন্ধন সনদ নিয়ে কাউকে হয়রানি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, কোনো স্তরে যদি জনগণকে কোনো ধরনের হয়রানি করা হয় কাউকে ছাড়া দেওয়া হবে না। জন্ম নিবন্ধনের ব্যাপারটা আমাদের কাছে বার্নিং ইস্যু। যে কারণে এ রকম ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেব। এই প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় এবং কেউ হয়রানির শিকার না হয় সে জন্য আজ বসা।

সার্ভার জটিলতার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এখানে নতুন করে সার্ভার বসানো হয়েছে। যে কারণে সিস্টেম শাট ডাউন ছিল। এখন চালু হয়েছে। ইউনিসেফ আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। তারা নিজেরাই দেখভাল করছে।

সোনালী/জেআর