ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৫৫ পূর্বাহ্ন

মেহেন্দিগঞ্জে ট্রলারডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার

  • আপডেট: Sunday, April 10, 2022 - 11:49 am

অনলাইন ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

তারা হলেন, মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫)। মালা বেগম মাঝেরচর গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী এবং ইয়ামিন একই গ্রামের মকিম চৌকিদারের ছেলে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সমকালকে নিশ্চিত করেছেন দরিরচর খাজুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য স্বপন হাওলদার।

স্বপন হাওলাদার জানান, রোবাবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দক্ষিণে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান জানান, নৌ দুর্ঘটনায় এ নিয়ে মোট ৫ জনের মরদেহ উদ্ধার হল। এর আগে গত শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করে কোষ্ট গার্ড ।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেন্দিগঞ্জের মাঝেরচর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের তোড়ে ডুবে যায়। ট্রলারটিতে ১৫-২০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

সোনালী/জেআর