ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৫৩ পূর্বাহ্ন

ভিক্ষুকের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পুলিশের হাতে ধরা!

  • আপডেট: Sunday, April 10, 2022 - 2:12 pm

অনলাইন ডেস্ক: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরে পড়েন এক ছিনতাইকারী।

আটক ছিনতাইকারী শামিমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার।

জানা যায়, শনিবার বিকেলে কান্দিরপাড়ের টাউন হলে গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে আসেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। পরে জানতে পারেন সোলেমানের ব্যবহৃত ব্যক্তিগত অ্যান্ড্রয়েড ফোনটি ছিনতাই হয়ে গেছে। এতে চত্বরে তাৎক্ষণিক অভিযান চালান ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার। অল্প সময়ের মধ্যেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেন তারা।

ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার জানান, ছিনতাই হওয়ার বিষয়টি শুনে ধারণা করি ছিনতাইকারী আশেপাশেই আছে। পরবর্তীতে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। প্রাথমিকভাবে জানতে পেরেছি শামিম নগরীর বাগিচাগাঁও থাকে। ছিনতাই হওয়া মোবাইলটি আমরা ভুক্তভোগী সোলেমানের হাতে দিয়েছি। ছিনতাইকারীকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে।

সোনালী/জেআর