ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:০৬ পূর্বাহ্ন

রামেকের করোনা ইউনিটে রোগী ৫

  • আপডেট: Saturday, April 9, 2022 - 9:31 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এখন পাঁচজন রোগী ভর্তি আছেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এখানে চার জেলার এ পাঁচ রোগী ভর্তি ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন কোন রোগী ভর্তি হননি। ছাড়পত্রও পাননি কেউ।

এদিকে টানা নয়দিন হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। হাসপাতালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, শুক্রবার রাজশাহীর ছয়টি নমুনা পরীক্ষা করা হলেও কারও সংক্রমণ শনাক্ত হয়নি।