ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞান শিক্ষক হৃদয় ইস্যুটি দুঃখজনক: শিক্ষামন্ত্রী

  • আপডেট: Saturday, April 9, 2022 - 7:44 pm

 

অনলাইন ডেস্ক: দেশের পরিবেশকে অস্থির করতে মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের ঘটনাটি ঘটানো হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেছেন, এই ইস্যুটি দুঃখজনক। বিজ্ঞানের সঙ্গে ধর্মীয় বিষয়ের সংঘর্ষের কোনো জায়গা নেই।

শনিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কাউটস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন।

দীপু মনি বলেন, ‘মুন্সীগঞ্জের গণিত ও বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল সংক্রান্ত আইনগত বিষয়টি দেখা হচ্ছে। পুরো বিষয়টিই দুঃখজনক।’

‘বিজ্ঞানের একজন শিক্ষক বিজ্ঞান পড়াবেন। আমরা তো বিজ্ঞানবিবর্জিত হতে পারি না। আর ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। ধর্ম শিক্ষার ক্লাসে শিক্ষক ধর্ম শেখাবেন।’

শিক্ষমন্ত্রী বলেন, ‘এখানে বিজ্ঞানের সঙ্গে ধর্মের সংঘর্ষের জায়গা নেই। দেশের পরিবেশকে অস্থির করতে এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে।’