ঢাকা | মে ১১, ২০২৫ - ১১:৪৮ পূর্বাহ্ন

টিপকাণ্ড: অভিযোগ প্রমাণ হলে নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • আপডেট: Saturday, April 9, 2022 - 7:37 pm

 

অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষক ড. লতা সমাদ্দারকে টিপ পরা নিয়ে হেনস্তার ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

কমিশনার বলেন, ড. লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত প্রটেকশন বিভাগের কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এ জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন তাই করা হবে।

গত ২ এপ্রিল রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে হেনস্তার শিকার হন বলে দাবি করেন শিক্ষক লতা সমাদ্দার।

পরে লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে এক যুবক ‘টিপ পরছোস কেন’বলেই গালিগালাজ শুরু করেন। ওই যুবকের গায়ে পুলিশের পোশাক ছিল।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS