ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম

রুয়েটের নতুন কর্মকর্তাদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ শুরু

  • আপডেট: Saturday, April 9, 2022 - 9:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ১৫ দিনব্যাপী ‘অফিস পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইনস্টিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনলোজি (আইআইসিটি) এ কর্মশালার আয়োজন করেছে।

শনিবার সকালে আইআইসিটির ভার্চুয়াল কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইআইসিটি পরিচালক ও উপ-উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন এবং কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের পরিচালক ড. মো. আলী হোসেন।

এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটির সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা ও সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার। উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী প্রমুখ।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS