ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৩৮ পূর্বাহ্ন

পাসপোর্ট সূচকে পেছাল বাংলাদেশ

  • আপডেট: Saturday, April 9, 2022 - 7:41 pm

 

অনলাইন ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন সূচকে একধাপ পেছাল বাংলাদেশ। ১১২টি স্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখন ১০৪তম, যা চলতি বছরের জানুয়ারি মাসে ছিল ১০৩তম অবস্থানে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হ্যানলি পাসপোর্ট ইনডেক্স-২০২২ এর দ্বিতীয় প্রান্তিকে এ তালিকা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে এ সূচক তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স।

এই সূচকে দেশভিত্তিক স্কোর দেওয়া রয়েছে। একটি দেশ আগে থেকে ভিসা ছাড়াই অর্থাৎ আগমনী ভিসা নিয়ে বিশ্বের কতটি দেশে যেতে পারেন, তার ওপর নির্ভর করে এই স্কোর।

বাংলাদেশি পাসপোর্টধারীরা এখনও ভিসা ছাড়াই ৪০টি দেশ ভ্রমণ করতে পারেন। এ বছরের শুরুতে এবং গত বছরেও সংখ্যাটি একই ছিল। এর আগে ২০২০ সালে ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪১টি দেশ ভ্রমণ করতে পারতেন।

সর্বশেষ সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে কসোভো ও লিবিয়া। এই সূচকে যৌথভাবে শীর্ষস্থানে আছে এশিয়ার সিঙ্গাপুর ও জাপান। মোট ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ রয়েছে দেশ দুটির।