ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:০৭ পূর্বাহ্ন

চারঘাটে ৩০৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২

  • আপডেট: Saturday, April 9, 2022 - 9:27 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩০৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চারঘাটের ইউসুফপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশবাড়ি গ্রামের মতিউর রহমান (৩২) ও সুমন আলী (২৫)। র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। থানা পুলিশের কাছে আসামিদেরও হস্তান্তর করা হয়েছে।