ঢাকা | মে ১৩, ২০২৫ - ১১:০৬ অপরাহ্ন

বিনা টিকিটে ভ্রমণ করা ১৮ যাত্রীকে ধরলেন জিএম

  • আপডেট: Friday, April 8, 2022 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করা ১৮ যাত্রীকে ধরেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

শুক্রবার সকালে নিজে রাজশাহী থেকে ঢাকা যাবার সময় ট্রেনটিতে অভিযান চালান তিনি। এ সময় ১৮ যাত্রীর কাছ থেকে চার হাজার টাকা আদায় করা হয়েছে।

জিএম জানান, ট্রেনটির এক চতুর্থাংশ আসনই ফাঁকা ছিল। এমন নয় যে না পাওয়ার কারণে এসব যাত্রীরা টিকিট কাটেননি। তাই জরিমানাসহ টিকিটের মূল্য আদায় করা হয়েছে।

তিনি বলেন, ১৮ জনের মধ্যে একজন হকারকেও পাওয়া যায় টিকিট ছাড়া। তাকে ১০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়। এতে তিনি ক্ষেপে গিয়ে আমার টিমের সাথে মারমূখী আচরণ করেন। পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করার পরে তিনি নরম হন। পরবর্তীতে তাকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান জোরদার থাকবে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS