ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৩:২২ অপরাহ্ন

১৯ হাজার রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

  • আপডেট: Friday, April 8, 2022 - 7:50 pm

 

অনলাইন ডেস্ক: এক মাসেরও বেশি চলমান সামরিক অভিযানে প্রায় ১৯ হাজার রুশ সেনা নিহতের দাবি করেছে ইউক্রেন। আলজাজিরা ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এক ফেসবুক পোস্টে দেশটির সামরিক বাহিনী জানায়, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সেনাদের পাল্টা হামলায় রাশিয়ার ৭০০ ট্যাংক, ১ হাজার ৮৯১ সামরিক গাড়ি, ১৫০ বিমান, ১৩৫ হেলিকপ্টার, ১১২ ড্রোন ধ্বংস হয়েছে।

গত ২৪ মার্চ সামরিক জোট ন্যাটোও ১৫ হাজার রুশ সেনা নিহতের দাবি করেছিল। এ ছাড়া, ৩০ হাজার থেকে ৪০ হাজার রুশ সেনা আহতের দাবি করা হলেও বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি।

যুদ্ধে মৃত্যু বা আহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিচ্ছে না কোনো পক্ষ। ইউক্রেন ও রাশিয়া একে অন্যের বহু সেনা নিহতের দাবি করলেও বিস্তারিত তথ্য উপস্থাপন করছে না। আর হামলার জন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষেও হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করা সম্ভব হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষ প্রকৃত তথ্য দেওয়া থেকে বিরত থাকলেও হতাহতের সংখ্যা অনেক।