ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৫৯ পূর্বাহ্ন

রাজশাহী ভোক্তা অধিকারের বাজার মনিটরিং কার্যক্রম

  • আপডেট: Friday, April 8, 2022 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি ঠেকাতে রাজশাহীতে বাজার মনিটরিং কার্যক্রম চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাহেববাজার এলাকায় বিভিন্ন দোকানে গিয়ে এ কার্যক্রম চালান অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন। অভিযানে রাজশাহী নগর পুলিশের একটি দল তাকে সহায়তা করে।