ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ৪:২২ পূর্বাহ্ন

মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন

  • আপডেট: Friday, April 8, 2022 - 10:48 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক জ্যোতি প্রসাদ ঘোষ।

শুক্রবার দুপুরে মহানন্দা নদীতে ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্প এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং আগামী বর্ষার আগে নীচের কাজগুলো মান্নসম্মতভাবে শেষ করার নির্দেশ দেন। এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিম রিজিওনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ জহিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান।

উল্লেখ্য, ১’শ ৫৭ কোটি ৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে গত জানুয়ারী মাস থেকে।