ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:১৭ অপরাহ্ন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • আপডেট: Friday, April 8, 2022 - 10:38 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় মাইনুল (৪৫) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর- চৌডালা সড়কের চৌডালা ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুল উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শামপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক মোটরসাইকেল যোগে কানসাট থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয় । পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক অমিত দেবনাথ জানান, দূর্ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।