ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৮:৫১ অপরাহ্ন

রাকাবের অ্যাপে দেওয়া যাবে পানির বিল

  • আপডেট: Thursday, April 7, 2022 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: এখন থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মোবাইল অ্যাপ ব্যবহার করে পানির বিল পরিশোধ করা যাবে। এই অ্যাপের মাধ্যমে রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষের (ওয়াসা) পানির বিল ২৪ ঘণ্টা পরিশোধ করা যাবে ঝামেলাহীনভাবে।

এই সেবা চালু করতে রাকাব ও ওয়াসার মধ্যে একটি চুক্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর উপশহরে ওয়াসা কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান ও রাজশাহী ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক জাকীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে রাজশহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, রাকাবের মহাব্যবস্থাপক (প্রশাসন) জয়নাল আবেদীন, তথ্য-প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম, ঋণ ও অগ্রীম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম, রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ ও সচিব মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় উপস্থিত ছিলেন।