ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:৩০ পূর্বাহ্ন

টানা তৃতীয় দিন করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪৪

  • আপডেট: Thursday, April 7, 2022 - 7:54 pm

 

অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই কমছে। এর ধারাবাহিকতায় টানা তৃতীয় দিনের মতো মৃত্যুহীন থাকল বাংলাদেশ। এর আগে গত সোমবার (৪ এপ্রিল) ১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর মঙ্গল ও বুধবার কারও মৃত্যু হয়নি। এর আগে ৩১ মার্চ থেকে টানা চার দিন করোনায় কারও মৃত্যু হয়নি।

এদিকে গত এক দিনে শনাক্ত হয়েছেন ৪৪ জন। বুধ ও মঙ্গলবার ৩৬ জন করে শনাক্ত হন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বুলেটিন বিশ্লেষণে এসব তথ্য পাওয়া যায়।

বুলেটিনে বলা হয়, গত এক দিনে ৬ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬৫ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৪৪ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২৭ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন।

এদিকে গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই থাকল।

দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৬ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জনের।