ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৭:৪৬ অপরাহ্ন

রেড ক্রিসেন্টের আর্থিক সহায়তা পেল ৪০০ পরিবার

  • আপডেট: Thursday, April 7, 2022 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর এলাকার ৪০০টি পরিবার বাংলাদেশ রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিট। অনুষ্ঠানে প্রত্যেককে সাড়ে চার হাজার টাকা করে মোট ১৮ লাখ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সিটি ইউনিটের সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী। ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্ব করেন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে সহায়তা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ড. চৌধুরী সরওয়ার জাহান সজল, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, ডাক বিভাগের কর্মকর্তা জিয়াউর রহমান, সিটি ইউনিটের নির্বাহী সদস্য ড. ফরিদা সুলতানা, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কবি আরিফুল হক কুমার, ডা. এফএমএ জাহিদ প্রমুখ।