ঢাকা | অক্টোবর ১৮, ২০২৪ - ৮:৪০ পূর্বাহ্ন

বাঘায় ভেজাল গুড় তৈরি করায় দুজন গ্রেপ্তার

  • আপডেট: Thursday, April 7, 2022 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বৃহস্পতিবার সকালে এ অভিযান চালান। অভিযানে ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ ছাড়া ভেজাল গুড় তৈরির বেশকিছু সরঞ্জমাদিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- বাঘা উপজেলার আটঘড়ি দক্ষিণপাড়া (গফুর মেম্বারের পাড়া) গ্রামের রকছেদ আলী (৪০) ও পিয়ার উদ্দিন ওরফে লালন (৩৮)। অভিযানের সময় আশরাফুল ইসলাম নামে আরেক ভেজাল গুড়ের কারিগর পালিয়েছেন। জেলা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশরাফুল, রকছেদ ও পিয়ার বাড়িতে চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডাসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরী করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এদের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলাও করা হয়েছে।