ঢাকা | মে ১৩, ২০২৫ - ২:২৬ পূর্বাহ্ন

আজও করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৬

  • আপডেট: Wednesday, April 6, 2022 - 7:46 pm

 

অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই কমছে। এর ধারাবাহিকতায় দেশে এক দিনে শনাক্তের সংখ্যা নেমে এলো ৩৬ জনে। মঙ্গলবারও ৩৬ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের এ সংখ্যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই থাকল।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এত বলা হয়, গত এক দিনে ৫ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬১ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৩৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জন।

এদিকে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮৫ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৫ হাজার ৪৬২ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জনের।

Hi-performance fast WordPress hosting by FireVPS