ঢাকা | অক্টোবর ১৮, ২০২৪ - ৮:০৬ পূর্বাহ্ন

বর্জ্য ব্যবস্থাপনার আরও একটি এসটিএস চালু

  • আপডেট: Wednesday, April 6, 2022 - 9:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে চালু হলো আরও সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস)। বুধবার দুপুর ১২টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে নগরীর বহরমপুর রেল ক্রসিং সংলগ্ন ঐতিহ্য চত্বর এলাকায় এই এসটিএসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আধুনিক এসটিএস হলো ৯টি।

আধুনিক এসটিএসের কারণে বাইরে খোলা স্থানে বর্জ্য থাকে না। ফলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আরো উন্নয়ন সাধিত হবে। ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রশস্ত ঐতিহ্য চত্বর এসটিএস নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা। এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, তৌহিদুল হক সুমন, কামাল হোসেন, সচিব মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন প্রমুখ।

এসটিএসটির উদ্বোধনের পর দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নগর ভবন মসজিদের ইমাম আবুল খায়ের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।