ঢাকা | মে ১৩, ২০২৫ - ১:১৫ অপরাহ্ন

দেশের সবচেয়ে বড় অক্সিজেন ট্যাংক রামেক হাসপাতালে

  • আপডেট: Wednesday, April 6, 2022 - 9:25 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের জন্য স্থাপন করা হয়েছে ৩০ হাজার লিটারের একটি অক্সিজেন ট্যাংক। দেশের আর কোন হাসপাতালে এত বড় অক্সিজেন ট্যাংক নেই।

বুধবার আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের চিকিৎসায় রামেক হাসপাতালে ইতিপূর্বে ১০ হাজার লিটারের মেডিকেল অক্সিজেন ট্যাংক থাকলেও করোনা মহামারীকালীন সময়ে অক্সিজেনের গুরুত্ব বেড়ে যায়। এ সময় শ্বাসকষ্টের রোগীদের অক্সিজেন সরবরাহ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়।

তাই অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে হাসপাতালে পুরনো ১০ হাজার লিটারের অক্সিজেন ট্যাংকটির স্থানেই ৩০ হাজার লিটারের নতুন ট্যাংক বসানো হলো। ১ হাজার ২৫০ বেডের এই হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডের বেডগুলোতে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহ দেওয়া হচ্ছে এখানে থেকে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS