ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ২:০৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন দল

  • আপডেট: Tuesday, April 5, 2022 - 8:14 pm

 

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট কাটাতে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু তার আহ্বানে সাড়া দেয়নি বিরোধী দলগুলো। উল্টো মঙ্গলবার পার্লামেন্টে সরকারি জোট ছেড়েছেন ৪১ আইনপ্রণেতা। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন দল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কান ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪১ জন আইনপ্রণেতা ক্ষমতাসীন জোট ছেড়েছে। এখন থেকে তারা স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কারণে রাজাপক্ষের সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছে। এতে সরকারের জন্য নীতিনির্ধারণ কঠিন হবে, যদিও স্বতন্ত্র আইনপ্রণেতারা সরকারের প্রস্তাবে সমর্থন দিতে পারবেন।

দেশটির সাংবাদিকদের নিকট এক প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কান ফ্রিডম পার্টি দলের নেতা ও সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেন,‘আমাদের দল জনগণের পক্ষে’।

বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকটে শ্রীলঙ্কা। ঋণে জর্জরিত হয়ে জ্বালানিসহ পণ্য আমদানির মূল্য পরিশোধ করতে পারছে না। এ ছাড়া, করোনাভাইরাসের সময় দেশটির অন্যতম প্রধান অর্থনৈতিক সম্পদ পর্যটন খাতে বিরাট অর্থনৈতিক ধস নামে।