ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:২৯ অপরাহ্ন

রামেক হাসপাতালে বয়োজ্যেষ্ঠদের জন্য চালু হলো আলাদা আইসিইউ

  • আপডেট: Tuesday, April 5, 2022 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শুধু বয়োজ্যেষ্ঠদের জন্য আলাদা একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে। এখানে ১২ জন রোগী ভর্তি করা যাবে। আপাতত পঞ্চাশোর্ধ্ব বয়সী রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে। পরবর্তীতে শুধু ষাটোর্ধ্বদের এখানে ভর্তি নেওয়ার পরিকল্পনা হাসপাতাল কর্তৃপক্ষের।

গত ২ এপ্রিল এই আইসিইউ চালু হয়েছে। এর পরিকল্পনা করেছিলেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। নতুন আইসিইউটি চালুর পর তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।

তিনি লিখেছেন, ২০১১ সালে রাসেক হাসপাতালের বর্তমান আইসিইউ শুরু করার অল্প দিনের মধ্যে জোরালোভাবে অনুভব করেছিলাম, বয়স্ক মানুষগুলোর জন্য একটি আইসিইউ তৈরি করতে হবে। কিন্তু সময় সুযোগ কোনটাই হচ্ছিল না। সরকারিভাবে এব্যাপারে কোন সহায়তা পাচ্ছিলাম না।

২০২০ সালে কোভিড আইসিইউ তৈরি করার সময়ই মাথায় ছিল কখনো কোভিড চলে গেলে সেখানে বয়স্কদের জন্য সিনিয়র সিটিজেন আইসিইউ তৈরি করব। আমাদের দেশের আর কোথাও এটা আছে কিনা জানি না। এখানে শুধুমাত্র ষাটোর্ধ্ব যে কোন পুরুষ-নারী ভর্তি হবেন। তাদেরকে একটু বেশি মমতা-ভালবাসা দিয়ে আলাদা নির্দিষ্ট স্থানে সেবা দিতে চাই।’

তিনি লেখেন, ‘প্রায়ই মরনাপন্ন বয়স্ক রোগী পাই, যাদের সন্তানেরা আইসিইউতে একটু বেশি সময় লাগলে মাঝপথেই চিকিৎসা বন্ধ করে দিতে বলে। অথবা জোর করে বাড়িতে নিয়ে যায়। যাত্রাপথেই ওই রোগীরা মারা যায়। অথচ সেই পিতামাতা নিজ সন্তানের জন্য, চিকিৎসার জন্য কত কিছু করেন। আবার অনেক পিতা মাতার ছেলে মেয়ে রাজশাহীর বাইরে থাকেন। ইচ্ছে থাকা সত্বেও পিতা মাতার চিকিৎসার জন্য সাধ্যমত করতে পারেন না। তাদের জন্যও এখানে বিশেষ ব্যবস্থা করার ইচ্ছে আছে।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আইসিইউ ইনচার্জ সিনিয়র সিটিজেনদের জন্য আইসিইউ করার পরিকল্পনা করলে আমার ভাল লাগে। তার কথায় আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলাম। আইসিইউটা হয়েছে, চিকিৎসাও শুরু হয়েছে।