ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৬:০৭ অপরাহ্ন

দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু নেই

  • আপডেট: Tuesday, April 5, 2022 - 8:41 pm

 

অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই কমছে। এর ধারাবাহিকতায় দেশে এক দিনে শনাক্তের সংখ্যা নেমে এলো ৩৬ জনে, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই থাকল।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গত এক দিনে ৬ হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৫২ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৩৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৯৯ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫০ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জনের।