ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:২৪ পূর্বাহ্ন

যমুনা টিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Tuesday, April 5, 2022 - 11:31 pm

 

স্টাফ রিপোর্টার: ভালোবাসার আট বছর পূর্ণ করে নবম বর্ষে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন। সার্বক্ষণিক মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সারথি করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে টেলিভিশন চ্যানেলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যমুনা টিভির রাজশাহী অফিসে আয়োজন করা হয় কেক কাটাসহ আলোচনার। যমুনা টিভির রাজশাহী ব্যুরো শিবলী নোমানের আমন্ত্রণে কেক কাটার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত নাট্যজন মলয় ভৌমিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, যুবলীগ নগর সভাপতি রমজান আলী, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ, নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদসহ গণমাধ্যমকর্মি ও শুভাকাঙ্খিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার এএ মওদুদ রানা, ক্যামেরাপারসন জাবিদ অপু, মোস্তাফিজুর রহমান রাসেল।