ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৬:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Monday, April 4, 2022 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রুয়েট) গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান চালান।

গ্রেপ্তার তিনজন হলেন- নগরীর মতিহার থানার বাজেকাজলা এলাকার মো. টিপু (২৭), কাটাখালী থানার সাহাপুর ডুবেপাড়ার শম্পা খাতুন (৩০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নাজিরপুর বেজুয়া গ্রামের মো. দুলাল (২৫)।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাঁজা কেনাবেচার সময় এদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS