বুচায় বেসামরিক হত্যার সঙ্গে রাশিয়া জড়িত নয়: ক্রেমলিন

অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ উপকন্ঠী শহর বুচায় বেসামরিক হত্যা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় দেখা দিয়েছে চাঞ্চল্য। এরই মাঝে মিডিয়াগুলো বুচার রাস্তায় সারি সারি মৃতদেহ পড়ে থাকার ছবি প্রকাশ করেছে। তবে এই অভিযোগ প্রত্যাখান করেছে ক্রেমলিন। ছবিগুলোকে ভূয়া বলে দাবি করেছে ক্রেমলিন।
রবিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করার কথা জানিয়েছে।
সোমবার সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বুচায় প্রচারিত ঘটনাক্রম ইউক্রেনের সংস্করণকে সমর্থন করে না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা ভূয়া ভিডিও এবং বিভিন্ন নকলের লক্ষণ চিহ্নিত করেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক নেতাদের তাড়াহুড়ো করে ঝাঁঝালো অভিযোগ না করে আমাদের যুক্তি শোনার আহ্বান জানাচ্ছি।
পেসকভ আরও বলেন, রাশিয়ার কূটনীতিকরা তাদের প্রথম প্রচেষ্টার কারণে এই ধরনের বৈঠকের ব্যবস্থা করার জন্য তাদের প্রথম প্রচেষ্টা সত্ত্বেও বুচায় ইউক্রেনীয় উসকানি বলে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করতে প্রচেষ্টা চালিয়ে যাবে।
বুচার ঘটনাটি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুনরায় শুরু হওয়া মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি আলোচনাকে প্রভাবিত করবে না বলেও জানান পেসকভ।