পাঁচদিন মৃত্যুশূন্য রামেকের করোনা ইউনিট
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে টানা পাঁচদিন কারও মৃত্যু হয়নি। গত ৩০ মার্চ তিনজনের মৃত্যুর পর এখানে আর কোন রোগী মারা যাননি। সবশেষ ২৪ ঘণ্টায় এখানে নতুন কোন রোগীও ভর্তি হননি। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এখানে নতুন কোন রোগী ভর্তি হননি, কেউ ছাড়পত্রও পাননি। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন তিনজন। আগের দিন রোববার রাজশাহীতে কারও সংক্রমণও শনাক্ত হয়নি।