নিরাপদ অভিবাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিরাপদ অভিবাসন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে অভিবাসী তথ্য কেন্দ্রের (এমআরসি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী মহিলা কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রর (টিটিসি) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিবাসন সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। তারা বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক নারী-পুরুষ বিভিন্ন দেশে যায়। কেউ বৈধ উপায়ে যান, কেউ অবৈধভাবে। অবৈধ অভিবাসন ঝুঁকির্পূণ। তাই সঠিক প্রক্রিয়ায় দেশের বাইরে যেতে হবে।
অভিবাসনে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, আমাদের দেশ থেকে যারা বাইরে যান তাদের বেশিরভাগই প্রশিক্ষণ ছাড়াই যান। ফলে তারা ভাল কাজের সুযোগ পান না, এমনকি বিভিন্ন সময় হয়রানির শিকার হন। প্রশিক্ষণ নিয়ে গেলে তারা ভাল কাজের সুযোগ পাবেন। বেশি আয় করতে পারবেন। তারা দেশের রেমিটেন্স অর্জনে বড় ভূমিকা রাখবেন।
এ সময় নিরাপদ অভিবাসনের গুরুত্ব গণমাধ্যমে প্রচারের আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ ইমদাদুল হক। সঞ্চলনা করেন এমআরসির কাউন্সিলর রিফাত শাহরিয়ার। সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হান্নানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।