ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৬:২১ পূর্বাহ্ন

ইউক্রেনে প্রাণ গেছে ১ হাজার ৪১৭ বেসামরিক মানুষের

  • আপডেট: Monday, April 4, 2022 - 12:19 pm

অনলাইন ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, ইউক্রেনে রুশ আগ্রাসনে এ পর্যন্ত ১ হাজার ৪১৭ জনের প্রাণ গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেও সংস্থাটি মনে করে।

নিহতদের মধ্যে ১২১টি শিশুও রয়েছে। রুশ আগ্রাসনে ইউক্রেনে আরও ২ হাজার ৩৮ জন আহত হয়েছেন।

জাতিসংঘ বলছে, তারা যে সংখ্যাটি উল্লেখ করেছেন, তাতে মারিউপোল ও ইরপিনের হতাহতের সংখ্যাটি অন্তর্ভূক্ত নয়।

এক টুইটে জাতিসংঘের হিউম্যান রাইটস (ইউক্রেন) জানায়, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত রাশিয়ার সশস্ত্র হামলায় ইউক্রেনে ৩ হাজার ৪৫৫ জন হতাহত হয়েছেন।

(রাশিয়ার) বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

সোনালী/জেআর