ঢাকা | মে ১৩, ২০২৫ - ২:২৫ পূর্বাহ্ন

রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  • আপডেট: Sunday, April 3, 2022 - 10:27 pm

 

অনলাইন ডেস্ক: সাদা বলের পর লাল বলে দক্ষিণ আফ্রিকা জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ডারবান টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ২৭৪ রান। কিন্তু জয়ের স্বপ্নটা ধূসর হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই। জয়ের কাজটা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব করে তুলেছেন টপ অর্ডার ব্যাটাররা। দিনের খেলা শেষে ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই বিদায় নিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মুমিনুল হক সৌরভ। দলীয় ৮ রানে ফেরেন তিনজনই। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ফর্মহীনতায় ধুঁকতে থাকা সাদমান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জয় আউট হন ব্যক্তিগত ৪ রানে। ২ রানে আউট হন মুমিনুল।

প্রথম টেস্টের দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস বাংলাদেশ থামায় ৩৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রোটিয়াদের দ্রুতই গুঁড়িয়ে দিয়েছে মুমিনুল হকের দল। ২০৪ রানে স্বাগতিকদের অলআউট করে বাংলাদেশ। শেষ ৩৬ রানেই মুমিনুলরা নেন ৫ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ ও পেসার ইবাদত হোসেন। ২ উইকেট গেছে তাসকিন আহমেদের ঝুলিতে।

আজ সকালে বিনা উইকেটে ৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন দুই ওপেনার সারিল আরভি ও অধিনায়ক ডিন এলগার। ৫১ বলে ৮ রানে আউট হন আরভি। ভাঙে শুরুর জুটি। এরপর কিগাস পিটারসেনকে নিয়ে দলীয় শতক পার করেন এলগার। দুজনই আউট হন অল্প সময়ের ব্যবধানে।

৬৪ রানে ফেরেন এলগার। পিটারসেনের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। টেম্বা বাভুমা এলেন আর গেলেন। এরপর ইনিংস মেরামতের কাজ করেন রায়ান রিকেল্টন। এক প্রান্ত আগলে রেখে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্ত গুঁড়িয়ে দেন বাংলাদেশের বোলাররা। মিরাজ-ইবাদতদের তোপের মুখে ৩৬ রানের শেষ ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের স্পিনবিষে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৯৮ রান করা মুমিনুলরা দ্বিতীয় ইনিংসে কত দূর যেতে পারে এ নিয়েই চলছে জল্পনা।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS