ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৪ - ৫:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করলেন মেয়র লিটন

  • আপডেট: Saturday, April 2, 2022 - 9:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সিটিহাট বাইপাস এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে উপকেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর উপকেন্দ্রটি ঘুরে দেখেন মেয়র লিটন।

এ সময় নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, উপকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নিযামুল হক সরকার, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ অন্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপকেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পটির কাজ বাস্তবায়নের পর সেটি পরিচালনার জন্য নেসকোকে হস্তান্তর করা হয়েছে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান চীনের সিইসি এন্ড ফরচুন জেভি।