ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৯

  • আপডেট: Saturday, April 2, 2022 - 9:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দামকুড়া থানার জাঙ্গালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নয়জন হলেন- মো. ইদু (২৮), জিন্নাত হোসেন (২৮), মুক্তার হোসেন (৪০), মো. রাসেল (২১), মো. ইসরাফিল (২৫), মো. এরশাদ (৩৮), রাজু হোসেন (২৬), মো. সাদিকুল (৪০) ও নজরুল ইসলাম (৪০)।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, জুয়া খেলার সময় অভিযান চালিয়ে এদের হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।