ঢাকা | মে ১৭, ২০২৪ - ১২:৩২ অপরাহ্ন

সৌদি আরবে কাল থেকে রোজা শুরু

  • আপডেট: Friday, April 1, 2022 - 10:32 pm

 

অনলাইন ডেস্ক: সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ২ এপ্রিল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস শুক্রবার প্রতিবেদনে জানিয়েছে।

সৌদিতে শুক্রবার শাবান মাসের শেষ দিন ছিল বলে জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। তাই শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে বলে চাঁদ দেখা কমিটি জানিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট জানায়, শুক্রবার মক্কা আল মুকাররমা মসজিদ আল-হারামে তারাবির ইমামতি করবেন শায়েখ আবদুল্লাহ জুহানি এবং শায়েখ আবদুর রহমান সুদাইস হাফিজাহুমুল্লাহ। মদিনা মনোয়ারা মসজিদে নববীতে শায়েখ আহমেদ তালেব হামীদ ও সালেহ আল বুদাইর।

সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে।