ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:৫৫ পূর্বাহ্ন

লালপুরে পাইকপাড়া-বসন্তপুর চন্দনা খাল খননের উদ্বোধন

  • আপডেট: Friday, April 1, 2022 - 9:22 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া ব্রীজ হইতে বসন্তপুর চন্দনা পর্যন্ত খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) বড়াইগ্রাম জোনের আওতায় নাটোরের লালপুরের দুড়দুড়ীয়া ইউনিয়নের পাইকপাড়া খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল (এমপি)। এ প্রকল্পের নাম: ” ভূ- উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নাটোর জেলায় সম্প্রসারণ “।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, দুড়দুড়ীয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।