ঢাকা | মে ১৭, ২০২৪ - ২:৩১ অপরাহ্ন

পুঠিয়ায় সাঁওতাল সম্প্রদায়ের বাহা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট: Friday, April 1, 2022 - 9:32 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের বাহা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার নগরপাড়া জিওপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি।

এ আয়োজনে সহযোগিতা করে নগরপড়া মাঞ্জহী বাইসি। অনুষ্ঠানে সাঁওতাল সম্প্রদায়ের নারীরা নৃত্য পরিবেশনা করেন। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার স্যামদুয়ার, নগরপাড়ার ক্ষুদ্র নঙগোষ্ঠির নেতা অনিল টুডু, মাঞ্জহী হাড়াম নয়ন মুর্মু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান।