ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে শুরু হলো ‘মানবিক বাজার’

  • আপডেট: Thursday, March 31, 2022 - 9:15 pm

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সারা দেশে নিত্যপণ্যের দাম এখন নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের নাগালের বাইরে। সরকার ইতোমধ্যেই দেশের ১ কোটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু করেছে। তারপরো নিত্য প্রয়োজনীয় জিনিস ও কাচাবাজারে বিভিন্ন পণ্যের দাম গরীব দুঃখীদের নাগালের বাইরে বললেই চলে। অপরদিকে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে রোজার আঁচ পড়ছে নিত্যপণ্যের বাজারে।

সবাই যেনো নিজের সাধ্যের মধ্যে শাক-সবজি চাহিদা মেটাতে পারে সেই চিন্তা-ভাবনা থেকে সিরাজগঞ্জ পৌর এলাকায় শুরু হলো ‘মানবিক বাজার’। একটি নির্দিষ্ট বাক্সে সামর্থ্যবান ক্রেতা তার ক্রয়কৃত পন্য থেকে সাধ্যমতো কিছু পন্য সেই বাক্সে রেখে যাবেন, যার প্রয়োজন অথবা ক্রয়ে অসামর্থ্য ব্যক্তি বা পরিবার নিজের প্রয়োজনে সেই বাক্স থেকে বিনামূল্যে পন্য সংগ্রহ করতে পারবেন।

মানবিক সংগঠন ‘ক্লিন সিরাজগঞ্জ, গ্রিন সিরাজগঞ্জ’ এর উদ্যোগে শহরের বড় বাজার, কালিবাড়ি বাজার, বানিয়াপট্টি কাচা বাজার, স্টেশন কাচা বাজারের বিভিন্ন পয়েন্টে এই বাক্সগুলো স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সারাদিন-সারাক্ষণ উন্মুক্ত আছে।