ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৪:৫৮ পূর্বাহ্ন

রাণীনগরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, March 31, 2022 - 10:28 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শিহাব আলী (১৬) নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিহাব উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামের রুস্তম আলীর ছেলে। বুধবার রাতে তার নিজ শয়ন কক্ষ থেকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ জানান, আমি গভীর রাতে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। রাতেই লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এব্যাপারে রাণীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।