ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ২:৪৩ পূর্বাহ্ন

বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের বার্ষিক আলোচনা সভা

  • আপডেট: Thursday, March 31, 2022 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: পবায় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের ১৯তম বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজলা নির্বাহী অফিসার লসমী চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির আচরণ পরিবর্তনে কর্মমূখী শিক্ষাদানের প্রত্যয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারি আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।