ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৫:০২ পূর্বাহ্ন

টস জয়ের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ

  • আপডেট: Thursday, March 31, 2022 - 10:26 pm

 

অনলাইন ডেস্ক: ডারবান টেস্ট শুরুর আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হয়তো সকালের ভেজা উইকেটের ফায়দা লুটতে চেয়েছিল। যে কারণে টস জিতে ব্যাটিং না নিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক।

যে উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাটিং না নিয়ে বোলিং নিয়েছে দিন শেষে তাদের সেই টার্গেট পূরণ হয়নি। প্রথম দিনে টাইগারদের অর্জন মাত্র ৪ উইকেট। বল কুড়াতে কুড়াতেই দিন পার করল মুমিনুলরা।

আলোর স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ২৩৩ রান তুলতে পারে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে সাইটস্ক্রিনের সমস্যায় ৩৩ মিনিট পর খেলা শুরু হয়।

সারা দিনে ৯০ ওভার খেলা হওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত হয়েছে ৭৬.৫ ওভার। রান হয়েছে ২৩৩। দলকে এগিয়ে নিচ্ছেন টিম্বা বাভুমা। প্রথম দিনের শেষ বিকালে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়েন তারা। ৫৩ ও ২৭ রানে অপরাজিত আছেন বাভুমা ও কাইল ভেরেইনা।

বৃস্পতিবার ডারবানে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে উদ্বোধনী জুটি ভাঙতেই ১১৩ রান খরচ করে বাংলাদেশ। এরপর ৬৭ রানে প্রোটিয়া ৪ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সৈয়দ খালেদ আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেনরা।

১৮০ রানে ৪ উইকেট পতনের পর কাইল ভেরেইনাকে সঙ্গে নিয়ে ১১৭ বল মোকাবেলা করে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক বাভুমা।

টস হেরে দারুণ শুরু করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনীতে ১১৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের আভাস দেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তাকে সঙ্গ দেন সারেল এরউইয়া।

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে এলগার ও সারেল এরউইয়াকে সাজঘরে ফিরিয়ে প্রোটিয়াদের লাগাম টেনে ধরেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে আউট করেন খালেদ আহমেদ। তার বাউন্সারে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এলগার। তার আগে ১০১ বল খেলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

এলগার আউট হওয়ার ঠিক পরের ওভারেই অন্য ওপেনার সারেল এরউইয়াকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। তার স্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন সারেল। তার আগে ১০২ বল খেলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করার সুযোগ পান ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নামা প্রোটিয়া তারকা।

এরপর মিরাজের দুর্দান্ত থ্রোয়ে স্টাম্প ভেঙে যায় কিগান পিটারসেনের। ৩৬ বল খেলে ১৯ রানে রানআউট হয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ১৪৬ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

দলীয় ১৮০ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। এবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিকলটন। এরপর দলের হাল ধরেন বাভুমা। দিনের শেষদিকে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা।