ঢাকা | মে ১৮, ২০২৪ - ৫:০৫ অপরাহ্ন

রোজায় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৬ ঘণ্টা

  • আপডেট: Wednesday, March 30, 2022 - 11:35 am

অনলাইন ডেস্ক: দেশের সব সিএনজি স্টেশনে রমজান মাসের প্রথম দিন থেকে ঈদুল ফিতর পর্যন্ত প্রতিদিন ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়াতে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বুধবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হতো । গত ১ মার্চ থেকে এ নিয়ম চলছিল। এখন গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোনালী/জেআর