ঢাকা | মে ১৩, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

রোজায় সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন

  • আপডেট: Wednesday, March 30, 2022 - 7:19 pm

 

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেন করার সময় ঠিক করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। রমজান মাসের পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের সময়ে ফিরে আসবে।

রমজান মাসে ব্যাংকে লেনদেনের এই সময়সূচি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS