ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:৫৮ পূর্বাহ্ন

রাণীনগরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট: Wednesday, March 30, 2022 - 9:49 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বুধবার বিকেলে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

রফিকুল ইসলাম উপজেলার কাশিমপুর দর্গাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। তাকে বুধবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন বলেন, গত রোববার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক গৃহবধু (৩৩) এর ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায় রফিকুল ইসলাম। এসময় গৃহবধু আত্নচিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে আসলে রফিকুল দৌড়ে পালিয়ে যায়।

এঘটনায় গৃহবধু নিজেই বাদী হয়ে বুধবার দুপুরে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিকেলেই অভিযান চালিয়ে উপজেলার নগরব্রীজ এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ বলেন, গ্রেপ্তার রফিকুলকে বুধবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।