ঢাকা | মে ১৭, ২০২৪ - ৩:৪২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৭ এপ্রিল থেকে ২য় দফায় টিসিবির পণ্য বিক্রি

  • আপডেট: Wednesday, March 30, 2022 - 9:41 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের যেন কষ্ট না হয় সেজন্য চাঁপাইনবাবগঞ্জে আগামী ৭ এপ্রিল থেকে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য ২য় দফায় বিক্রয় শুরু হবে বলে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এই তথ্য জানান।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ২য় দফায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪ পৌরসভায় ১ লাখ ৩০ হাজার ৩২০ জন নিম্নআয়ের মানুষ এসব পণ্য কেনার সুযোগ পাবে।

২১০ টি স্থানে ৩১ জন ডিলারের মাধ্যমে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ২ কেজি করে ছোলা ও ২ কেজি করে তেল বিক্রি করা হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, সহকারী কমিশনার আনিসুর রহমান, সহকারী কমিশনার রওশনা জাহান ও তৌফিক আজিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।