ঢাকা | মে ৮, ২০২৪ - ৭:৫৫ পূর্বাহ্ন

ইসরায়েলে এক সপ্তাহে তৃতীয়বার হামলা, এবার নিহত ৫

  • আপডেট: Wednesday, March 30, 2022 - 12:42 pm

অনলাইন ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো হামলা এটি। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, এটি ইসরায়েলে ভয়ঙ্কর হামলার সর্বশেষ ঘটনা।

রয়টার্স বলছে, ইসরায়েলের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি কালো পোশাক পরে ইসরাইলের বাণিজ্যিক রাজধানীর একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এসময় তিনি অ্যাসল্ট রাইফেলের দিকে ইঙ্গিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সকালে অ্যাপার্টমেন্টের বেলকনিতে, এরপর রাস্তাঢ এবং এরপর একটি গাড়িতে থাকা লোককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি।

ম্যাগেন ডেভিড অ্যাডোম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, এ ঘটনায় ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে কে বা কারা তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেবাতে ছুরিকাঘাত ও গাড়িচাপায় চারজন নিহত হন। পরে একজন পথচারীর গুলিতে তিনিও নিহত হন।

গত রোববার দক্ষিণ ইসরায়েলে একটি ইসরায়েল-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময় তেল আবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে হাদেরায় এক আততায়ীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে ওই আততায়ীও নিহত হন।

সোনালী/জেআর