ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:২৫ পূর্বাহ্ন

লালপুরে শ্বাসনালিতে খাবার আটকে শিশুর মৃত্যু

  • আপডেট: Tuesday, March 29, 2022 - 11:02 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সুজি খাওয়ানোর সময় শ্বাসনালিতে আটকে নূর ইসলাম নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়। সে পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ধাপাড়িয়া গ্রামের রাজুর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে শিশুটির মা সুজি খাওয়ানোর সময় শিশুটির গলায় আটকে যায়। অসুস্থ অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিশু নুর ইসলামকে সুজি খাওয়ানোর সময় শ্বাসনালিতে আটকে তার মৃত্যু হয়েছে।