ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:৩৮ পূর্বাহ্ন

রহনপুরে রেলবন্দরের অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Tuesday, March 29, 2022 - 11:06 pm

গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশনে রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে রহনপুর রেলস্টেশনে রেললাইনের উপরে চলা আধাঘণ্টার এ মানববন্ধন কর্মসূচি পালন করে রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিহা শবনম, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ। মানববন্ধন থেকে রেলবন্দর স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।

আন্দোলনের অংশ হিসাবে আজ বুধবার বিকেল তিনটায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন নাচোল -গোমস্তাপুর – ভোলাহাটের স্থানীয় বাসিন্দারা।